বিদ্যালয়ের ইতিহাস
ঐতিহ্যবাহী ফকিরের তকেয়া উচ্চ বিদ্যালয়টি লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্র নগর ইউনিয়নে অবস্থিত। বিদ্যালয়টি ১৯69 খ্রিষ্টাব্দে স্থানীয় গন্যমান্য ব্যক্তি গণ প্রতিষ্ঠা করেন যা সৃষ্টি লগ্ন থেকে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। বিদ্যালয়টিতে বিজ্ঞান, ও মানবিক শাখায় মোট ৫০০ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। অত্র বিদ্যালয়ে মাধ্যমিক এর অধীনে 6 টি শ্রেণি শাখা রয়েছে এবং ৯ম ও ১০ম শ্রেণি রয়েছে। বিগত তিন বছরে এসএসসি পরীক্ষায় পাসের হার গড়ে ৯৬% এবং গড়ে এ+ 20টিরও বেশি রয়েছে। বিদ্যালয়টিতে 22 জন শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন।